শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২১:৪২

লকডাউনের দ্বাদশ দিনে ৯৭ জনকে জরিমানা

মিজানুর রহমান
লকডাউনের দ্বাদশ দিনে ৯৭ জনকে জরিমানা

চাঁদপুরে কঠোর লকডাউনের দ্বাদশ দিন মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলা ও উপজেলা প্রশাসনের ১৪ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এসময় ৯৪ মামলায় ৯৭ জনকে বিধি নিষেধ অমান্য করায় এবং সড়ক আইনে অর্থদন্ড দিয়ে এক লক্ষ এক হাজার ৩'শ টাকা জরিমানা করা হয়েছে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক ও শিল্প কল কারখানা খুলে দেওয়ার পর থেকে চাঁদপুরেও ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। সড়কে গাড়ি ও মানুষের চলাফেরা বেড়েছে। পাড়া-মহল্লায় আংশিকভাবে দোকানও খুলতে শুরু করেছে।

তবে মার্কেট শপিং মল বিপণিবিতান বন্ধ রয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে ও চেকপোষ্টে গাড়ি থামিয়ে মানুষের যাতায়াতের কারণ জিজ্ঞাসা করছে পুলিশ ট্রাফিক পুলিশ স্বেচ্ছাসেবক টিমের ও রোভার স্কাউট সদস্যরা।

৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলার কথা থাকলেও ইতোমধ্যে তা ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে বিভিন্ন রাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনা অব্যাহত রয়েছে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়